জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ (বিশেষ) অনিয়মিত ও গ্রেডউন্নয়ন পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। উক্ত আবেদন ফরম পূরণ প্রক্রিয়া ২৫ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত চলবে।
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমা করার তারিখঃ
- ২৫/০৮/২০১৭ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে পারবে।
- ২৬/০৮/২০১৭ তারিখ পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার (কলেজ কর্তৃক) শেষ সময়।
- ২২/০৮/২০১৭ থেকে ২৭/০৮/২০১৭ তারিখ কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ দিন।
- ২৮/০৮/২০১৭ তারিখের মধ্যে Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।