ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক। সার্বিক বিবেচনায় জুড়ি বোর্ড গুরুত্বপূর্ণ পদটির জন্য এই সিদ্ধান্ত গ্রহন করে। সোমবার বিকালে মুন্সীগঞ্জে এই খবরটি আসলে আনন্দের বণ্যা বয়ে যায়। প্রফেসর ড. মীর মাহফুজুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার বড় আইলচারা গ্রামের মরহুম মীর মোজাম্মেল হক ও মরহুমা সফুরা খাতুনের তৃতীয় পুত্র। তিনি ১৯৭৬ সালে পোড়াদাহ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিকম (সম্মান), এমকম ও পিএইচডি অর্জন করেন। তিনি রাজশাহী কলেজ, সরকারি এমএম কলেজ, যশোর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা সহ বিভিন্ন সরকারি কলেজে চাকরি করেছেন। তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি সামাজিক বিজ্ঞানের একজন গবেষক ও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক
0