Post Views:
2,686
ফরম পূরণ বিজ্ঞপ্তি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ অনলাইন পেমেন্ট কার্যক্রম আগামী ১৭ আগস্ট ২০২১ খ্রি. থেকে শুরু হবে। এমতাবস্থায়, শিক্ষার্থীদের প্রদেয় মোবাইল নম্বরে টাকার পরিমানসহ পেমেন্ট লিংক এর এসএমএস (sms) আগামী ১৬ আগস্ট ২০২১খ্রি. সন্ধ্যার মধ্যে পাঠানো হবে। যেসকল শিক্ষার্থীদের মোবাইল নম্বর পরিবর্তন হয়েছে অথবা অন্যকোনো কারনে নির্ধারিত সময়ের মধ্যে sms না পেলে কলেজ অফিসে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হলো। উল্লেখ্য, এসএমএস (sms) এ প্রদেয় লিংক ছাড়া ফরম পূরণ পেমেন্ট করা সম্ভব হবে না।
0